রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্টের অভিযানে ১১ ব্যবসায়ীকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তরমুজ কম দামে পিস হিসেবে ক্রয় করে ক্রেতাদের কাছে অধিক দামে কেজি দরে বিক্রি করার পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন বাজারে দুইটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী।
এ সময় বরিশাল নগরীর পোট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুনবাজার, রূপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযানে সত্যতা পাওয়া যায়। দেখা যায়, প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা করে। এতে একটি ভালো তরমুজ ক্রেতাদের কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে; যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা কষ্টসাধ্য। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply