সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
মো. সুজন মোল্লা, বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছেন।
বুধবার ১৭ মার্চ সন্ধ্যায় পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে আলোচনা সভার পরে পরিষদ চত্ত্বরে কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘরামী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাহাদ সুমন, সম্পাদক মো. সুজন মোল্লা, সহ-সম্পাদক মো. শাহাদাত হোসেন ও ঢাকা ওয়াসার শ্রমিকলীগ নেতা আব্দুল মন্নান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার রায়, সম্পাদক উত্তম কুমার দাস, ওয়ার্ড সভাপতি কাঞ্চন সরদার, শাহজাহান সরদার, শাহজাদা, রফিকুল আলম মল্লিক, স্বপন রায়, কবির হোসেন, সম্পাদক মনির হোসেন, ইউসুব শরীফ, বাদল মোল্লা, সুধীর রায়, শ্যামল দাস চানু, সুকান্ত ঘোষ দস্তিদার, যতিন ঘরামী,
ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, আমীর হোসেন, ছালাম সরদার, সুধীর রায়, সংরক্ষিত সদস্য সন্ধ্যা রানী, মনিকা মিস্ত্রী, এছাড়াও মো. ইয়াসিনের নেতৃত্বে গ্রাম পুলিশগণ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply