মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় বরিশাল নগরের জিলা স্কুল মোড় থেকে এ সাইকেল যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
মেয়রের নেতৃত্বে সকল বয়সী মানুষদের সাথে সহস্রাধিক বাইসাইকেল নিয়ে বর্ণাঢ্য সাইকেল যাত্রা বা র্যালিটি বের করেন ২ নং কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা। কয়েক কিলোমিটার দৈর্ঘ্য এ যাত্রায় বিভিন্ন বয়সের ও শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগো সংবলিত সাদা টি শার্ট পরে বাইসাইকেল নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করতে দেখা গেছে।
সাইকেল যাত্রাটি কাশিপুর ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বিএম কলেজ রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড হয়ে জিলা স্কুল মোড়ে গিয়ে বিসিসি মেয়রের সাইকেল যাত্রার সাথে এক হয়ে নগরের পুলিশ লাইন রোড, বাংলাবাজার রোড, আমতলা পানির ট্যাংকি রোড, সিএন্ডবি রোড, চৌমথা, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, বিএম কলেজ রোড, নতুনবাজার, হাসপাতাল রোড, জেলখানার মোড়, সদর রোড হয়ে পুনরায় জিলা স্কুল মোড়ে গিয়ে যাত্রাটি শেষ হয়।
এসময় সড়কের পাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষ এ সাইকেল যাত্রাকে স্বাগত জানান। উল্লেখ্য ৩০ মার্চ বিকেল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী লোগোর সর্ববৃহৎ মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু উদ্যানো।
Leave a Reply