সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
স্বরূপকাঠি প্রতিনিধি॥ পিরোজপুরের স্বরূপকাঠিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজিতে নেয়ার অভিযোগে ছয় নারী দালাল প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অর্থ দন্ডপ্রাপ্তরা হলো নোভা ডায়াগনষ্টিক সেন্টারের লিলি বেগম লিয়া, মেডিপ্রাইম ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পিয়ারা বেগম, মোসা. আসমা বেগম, স্বরূপ ডায়াগনষ্টিক সেন্টারের নূরজাহান বেগম, সেবা ডায়াগনষ্টিকের জান্নাতুলনেছা লিপি ও রোখসানা বেগম। বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পুলিশ হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করে ওই আদালতে হাজির করে। আদালতের বিজ্ঞ বিচারক প্রত্যেক আসামীকে ১৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে এখানকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের দাদালরা উপজেলা হাসপাতালে আসা রোগীদের নিজেদের প্রতিষ্ঠানে চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে টানাহেঁচড়া সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে তাদের কর্মকান্ডের প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে অনেক রোগীকে।
Leave a Reply