সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে মাদক মামলায় মাহাবুবুর রহমান (২৬) ও মো. হাফিজুর রহমান (৩৫) নামে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তরা পলাতক ছিলেন।
দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান বেনাপোলের বালুদা গ্রামের হজরত আলীর ছেলে। অপর আসামি মো. মাহাবুবুর রহমান একই উপজেলার মহিষডাঙ্গা গ্রামের হামিদুর রহমানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ৮ জুলাই ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল তাদের পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে পলিথিনে ভর্তি সাত লিটার ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওইদিন ডিবি পুলিশের এসআই ফেরদাউস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় ওই ২ জনকে আসামি করে মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি জহিরুল ইসলাম।
Leave a Reply