শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি//পিরোজপুরের নাজিরপুরে প্রেমিকের মায়ের বকুনী খেয়ে কলেজ ছাত্রী প্রেমিকা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দীর্ঘা ইউনিয়নের মাদারবাড়ী গ্রামে। নিহত কলেজ ছাত্রীর নাম অপু হালদার (১৮) ওই গ্রামের চরম অসহায় ধরনী হালদারের ছোট কন্যা। সে জেলার স্বরূপকাঠী সরকারী কলেজের বাংলায় অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা উঠে পড়ে লেগেছে বলে নিহতের পারিবারের দাবী। নিহতের সেঝো বোন পপি হালদার জানান, তার ছোট বোন অপু হালদারের সাথে বাড়ির সামনের খালের অপর পারের সুকলাল ঢালীর পুত্র খুলনার একটি বেসকারী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়নরত তন্ময় ঢালীর সাথে দীর্ঘ দিন ধরে প্রেম চলছে। কিন্তু গত শুক্রবার সন্ধার দিকে তন্ময় ঢালীর মা মলিনা ঢালী তাদের বাড়িতে এসে ছোট বোন অপুকে অকথ্য ভাষায় গালাগালি করেন।
এ রাগে ও ক্ষোভে তার ছোট বোন অপু আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে থানা কিটনাশক পান করে। তাকে চিকিৎসার জন্য নেছারাবাদ ও পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। ওই বাড়ির পাশের ও দীর্ঘা এমএল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক স্বপন হালদার জানান, নিহতের বাবা অসহায় হওয়ায় তিনি এ ব্যাপারে কোন মামলা করতে পারেন নি। এ ঘটনার পর অভিযুক্ত তন্ময় ঢালী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ওই বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। থানা পুলিশের অফিসার ইন চার্জ এসএম সুলতান মাহমুদ জানান, আত্মহত্যার বিষয়টি শুনেছি, তবে এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাইনি।
Leave a Reply