রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে অস্ত্র মামলায় পলাতক আসামি মন্টু কবিরাজকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলামের আদালত এ দণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত মন্টু কবিরাজ জেলার ভান্ডারিয়ার আজাহার কবিরাজের ছেলে ।
মামলার বিবরণে জানা যায়, ভান্ডারিয়া থানা পুলিশ ২০১৫ সনের ১৬ জুন ঝালকাঠী জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পরে আসামির স্বীকারোক্তিতে তার বাড়ির কাঠের গোলার ভেতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে তৎকালীন এসআই আ. হক বাদী হয়ে মামলা করেন।
পুলিশ তদন্ত শেষে এ মামলার চার্জশিট দেয়। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায় ঘোষণা করে আদালত। রাষ্ট্রপক্ষে এপিপি মো. জহুরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন আকন মামলা পরিচালনা করেন।
Leave a Reply