শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে মূল্যবান তক্ষকসহ আব্দুল মালেক হাওলাদার নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৬ জুন) সকালে র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দি এলাকায় এ অভিযান চালায়। এ সময় বন্যপ্রাণী পাচারকারী আব্দুল মালেক হাওলাদারকে আটক করলে তার কাছ থেকে একটি মূল্যবান তক্ষক উদ্ধার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, র্যাবের একটি অভিযানিক দল ছদ্মবেশে ওই বাড়িতে গিয়ে তক্ষক ক্রয় করার আগ্রহ প্রকাশ করায় আটক হওয়া ব্যক্তি তার কাছে থাকা তক্ষখটি দেখায়। এ সময় তাকে তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়।
আটক আব্দুল মালেক হাওলাদার কমলাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌজালি হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে সদর থানায় বন্যাপ্রাণী সংরক্ষণ আইনে র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply