সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন
বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার ১৮৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপের মাথা চুরি হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে কে বা কারা নলকূপের হেড চুরি করে নিয়েছে। বৃহস্পতিবার সকালে শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে নলকূপের হেড না দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও এলাকাবাসী ওই নলকূপ থেকে পানি সংগ্রহ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম বলেন, করোনার কারনে দীর্ঘদিন বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় স্থাণীয় মোসলেম মৃধা ও তার ছেলে জুয়েল মৃধা সাইক্লোন শেল্টার ভবনের নীচে কয়েকটি ক্যারম বোর্ড এনে জুয়ার আসর বসিয়েছেন। ওই জুয়ার আসরে মাদকাশক্তরা প্রতিদিন আড্ডা দেয়। তারাই বিদ্যালয়ের গভীর নলকূপের হেড চুরি করে নিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তিনি বলেন, এর আগে তারা শোক দিবসের ব্যানার চুরি করে নেয়। শুধু তাই নয় ছাগল পালন করেও বিদ্যালয়ে নোংরা পরিবেশ তৈরি করা হয়েছে। একাধিকবার নিষেধ করার পরও এ কর্মকান্ড বন্ধ করেনি তারা। বরং বাধা দিলে শিক্ষকদের নানাভাবে হুমকি দেয়া হয়। অবশ্য ক্যারম বোর্ড ব্যবসার অভিযোগ অস্বীকার করে জুয়েল মৃধা বলেন, বিদ্যালয়ের পাশে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা সব সময় বিদ্যালয়ের দিকে সুনজর রাখি। আমাদের নামে অপপ্রচার করা হচ্ছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আজ বৃহস্পতিবার গভীর নলকূপের হেড ও শোক দিবসের ব্যানার চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply