সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে তাবলিগের সাদ পন্থিদের বিরোধীদের আয়োজনে পটুয়াখালীতে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে আলেম ওলামা ও মুসুল্লীরা। তাবলিগ জামাতের শত শত সদস্য জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জড়ো হন।
এ সময় টঙ্গী ইজতেমার মাঠে অবস্থানরত সাধারন মুসল্লি ও ওলামা হযরতদের উপর সাদপন্থিদের উগ্র ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান বক্তারা। একই সাথে হামলায় অংশগ্রহণকারী সাদপন্থীদের ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা গ্রনের পাশাপাশি তাদের সকল কর্মকান্ড বন্ধের দাবী জানান তারা। মানব বন্ধন শেষে জেলাপ্রশাসকের নিকট স্মারকলিপি দেন তারা।
জেলা মারকাজের আহলে শুরা মোঃ নুরুল ইসলাম মাতুব্বর জানান, মুরব্বিদের পরামর্শে আজ দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি ও মানব বন্ধন করা হয়েছে।
এসময় জেলা মারকাজের আহলে শুরা মাওলানা রুহুল আমিন, জেলা বেফাকের সভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply