বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে অবস্থিত রহমতপুর কৃষি প্রশিক্ষন ইনিষ্টিটিউটের(এটিআই) ছাত্রাবাস থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাধা পোশাকধারী কতৃক তুলে নেওয়া ২য় সেমিস্টারের ছাত্র মাহাথির মোহাম্মাদ ০৯ দিন পর অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামের বাসিন্দা মাহাথিরের বাবা মোঃ ফরিদ হোসেন
মঙ্গলবার বরগুনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে কর্মরত পিতা ফরিদ হোসেনের কাছে ফিরে আসে নিখোজ মাহাথির। মাহাথির ক্যাম্পাসে ফিরে এসে বুধবার পরিক্ষায় যোগদান করেছে বলে জানিয়েছে এটিআই অধ্যক্ষ গোলাম মোঃ ইদ্রিস।তবে এতদিন মাহাথির কোথায় ছিলো, কারা ধরে নিয়ে গেছে সে ব্যপারে মুখ খুলতে রাজি হয়নি নিখোজের পরিবার।
এয়ারপোর্ট থানার ওসি মাহাবুব উল আলম বলেন, মাহাথির ফিরে এসেছে শুনেছি। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি সে কোথায় ছিলো।উল্লেখ্য গত ৩০ জুন গভির রাতে রহমতপুর কৃষি প্রশিক্ষন ইনিষ্টিটিউটের (এটিআই) ছাত্রাবাস থেকে ডিবি পুলিশ পরিচয়ে সাধা পোশাক ধারীরা তুলে নিয়ে যায়।
Leave a Reply