সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আদমজী ইজিজেড, ডেমরা ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। ইতিমধ্যে ৫০টির দোকান পুড়ে গেছে। তবে লকডাউনের কারণে মার্কেট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে উপজেলার মিনমিজি কান্দাপাড়া এম আলম মেরিট কেয়ার স্কুলের পাশের একটি মার্কেটে আগুন লাগে। স্কুলটির পাশে একটি স-মিল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
তারা জানায়, স-মিলে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পাশের আধাপাকা মার্কেটে ছড়িয়ে পড়ে। সেখানে প্রায় অর্ধশতাধিক দোকানে আগুন লেগে যায়। আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। আমাদেরসহ বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
Leave a Reply