রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
মোঃআমিন হোসেন (নলছিটি)ঝালকাঠী প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চোখে মরিচের গুড়া ও হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্বাশুড়ি রোকেয়া বেগমকে (৫২) আহত করেছেন পুত্রবধু। বুধবার (১২ জুন) দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামে এ ঘটনা ঘটে। রোকেয়া বেগম সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের মৃত হাকিম আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোকেয়া বেগমের সাথে ছেলে মহসিন হাওলাদার ও তার স্ত্রী ময়না বেগমের বাকবিতন্ডার ঘটনা ঘটে। একপর্যায় ময়না বেগম শ্বাশুড়ির চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় এবং ছেলে মহসিন হাওলাদার হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে আহত করে। এসময় মাকে বাচাঁতে আশা মিজানকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন তারা।
তাদের ডাকচিৎকারে আসপাশের লোকজন এসে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে নলছিটি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহতরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রোকেয়া বেগম বাদি হয়ে বুধবার সন্ধ্যায় নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে নলছিটি থানার এএসআই শহিদুল ইসলাম বলেন, থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষেকে থানায় ডেকেছি। এখন পর্যন্ত কোন পক্ষই যোগাযোগ করেননি।
Leave a Reply