বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ গাছ থেকে ডালপালা কাটতে গিয়ে ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মিজান (৩২) নামে এক রিকশাচালক মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মাটিভাঙ্গা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া মো. মিজান ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, দুপুরে মিজান বাড়ির গাছের ডালপালা কাটতে উঠে। গাছের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে লাগে কাটা একটি ডাল। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজান মারা গেলে লাশ গাছের ডালের সাথে ঝুলতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে মিজানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
Leave a Reply