সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আবদুল ওয়াহেদ খান, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম আখতারুজ্জামান বাচ্চু, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার, নবনির্বাচিত কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, দৈনিক সংবাদ নলছিটি উপজেলা প্রতিনিধি মিলন কান্তি দাস, জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় মুখার্জি, নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের সমাজের বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, সমাজের অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, সমস্যা, সম্ভাবনা তুলে ধরে দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করেন। একটি পত্রিকার একটি সংবাদেই উপকৃত হতে পারেন সমাজের অসহায় মানুষ। পাল্টে যেতে পারে উন্নয়নের চিত্র। তাই সাংবাদিক ও পত্রিকাকে সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করে যেতে হবে। বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শিক্ষক ও সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদের ঝালকাঠি জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, দৈনিক শাহানামার নলছিটি উপজেলা প্রতিনিধি এইচ.এম সিজার, দৈনিক জাগরণের বরিশাল প্রতিনিধি গোলাম মাওলা শান্ত, দৈনিক দখিনের খবরের নলছিটি উপজেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম পলাশ, দৈনিক যায়যায়দিনের নলছিটি উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম, দৈনিক খোলা কাগজের নলছিটি উপজেলা প্রতিনিধি মো. বশির হাওলাদার, দৈনিক আজকের পরিবর্তনের নলছিটি উপজেলা প্রতিনিধি এস.আর সোহেল, দৈনিক সকালবেলার নলছিটি উপজেলা প্রতিনিধি আমিন হোসেন ও নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের পৌর কমিটির সাধারণ সম্পাদক ফারাবী রানা, যুগ্ম সম্পাদক রাজীব কুমার মালো প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটেন দৈনিক আমার সংবাদ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান ও আমন্ত্রিত অতিথিবৃন্দরা।
Leave a Reply