মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায় হত্যার
উদ্দেশ্যে মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার ওপর চেয়ারম্যানের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার মোল্লারহাট চৌমাথা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সোহেল রানা সাংবাদিকদের জানান, মোল্লারহাট মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গত ২৩
এপ্রিল সংবাদ সম্মেলন করে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনার জের ধরে চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য আক্কাস সরদারের নেতৃত্বে মিজানুর রহমান মোল্লা, সিন্টু সিকদার, পিয়াস সরদার, সিরাজ সরদার, খোকন তালুকদার, কবির হোসেন, আমির হোসেন, টোকাই সাগর, আল-আমিন আকন, সোহাগ আকনসহ আরো ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা চালায়। এসময় মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আহসাব ঘটনাস্থলে উপস্থিত হলে আমি প্রাণে বেঁচে যাই।
আমি ঘটনাস্থল ত্যাগ করার পর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি জননেতা আমির হোসেন আমুর ছবি ভাংচুর করে আক্কাস বাহিনী। তিনি আরো জানান, পরবর্তীতে ওইদিন রাত ৯টার দিকে ফের আমার বাড়িতে হামলা চালায় ওই বাহিনী। আমি বাড়িতে না থাকায় দ্বিতীয় দফায়ও প্রাণে রক্ষা পাই। এ ঘটনায় নলছিটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, ইউনিয়নে স্বচ্ছতার সঙ্গে ত্র্রাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে একদল দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরা অন্যকে ফাঁসাতে
নিজেরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য জননেতা আমির হোসেন আমুর ছবি ভাঙচুর করেছে।
মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আহসাব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন তিনি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, এখনও থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply