বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৮ নং ওয়ার্ড ফিসাড়ি রোডস্ত (হোল্ডিং নাম্বার- ১৪০৪) ফারুক ভিলায় মেয়াদ উত্তিন্য ও ভেজাল জুসের সন্ধান পাওয়া গেছে। যা নিয়ে ঐ এলাকার বাসীন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃস্টি হলেও সংশ্লিষ্ঠ কতৃপক্ষের কোন নজরদারীতা নেই বলে জানাগেছে।স্থানীয় সূত্রে জানাযায়, ১১ জুলাই (বৃহস্পতিবার) ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর বরিশাল অফিস থেকে এসে ফারুক ভিলার মালিক ফারুক হোসনের স্ত্রী রাজিয়া সুলতানাকে সতর্ক করে দেন।
স্থানীয়দের দাবী গত বেশ কয়েক বছর যাবৎ ২৮ নং ওয়ার্ডের ফারুক হোসেনের ফারুক ভিলার নিচতলায় বসে নাম না জানা “শাপলা ফুডস লি: এর কথিত এই মেয়াদ উত্তিন্ন মাদার ফ্রুট ড্রিংকস” বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, পাশেই রয়েছে একই প্রতিষ্ঠানের মোড়কে আচার, এনার্জি ড্রিংকস, চানাচুর, ও বাচ্চাদের লোভনিয় সব মেয়াদ উত্তিন্য খাবার। যদিও বাড়ির মালিক ফারুক হোসেনের স্ত্রীর দাবী কোম্পানির সাথে তাদের মামলা চলার কারনে তারা এই মেয়াদউত্তিন্ন খাবার গুলো ফেলে দিচ্ছেননা।
তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। স্থানীয়রা জানিয়েছেন,মেয়াদ উত্তিন্য এসকল বাচ্চাদের মুখরোচক খাবার ও কথিত ফ্রুট ড্রিকস গুলো রাতের আধারে নতুন করে মোড়ক ও মেয়াদ লাগিয়ে বাজারে বিক্রি করা হয়।
শুধু তাই নয়, নষ্ট হয়ে যাওয়া এসকল পন্যের গন্ধে আশপাশের পরিবেশও ক্রমেই ভয়াবহ রুপ ধারন করছে। এবং এসকল মেয়াদ উত্তিন্য খাবার খেয়ে যে কোনো সময় বড় ধরনের জীবনের ঝুকিতে পরতে পারে জনসাধারন। স্থানীয়দের দাবী দ্রুত যেন বিষয়টির দিকে সংশ্লিষ্ঠ কতৃপক্ষ নজর দিয়ে যথাযথ ব্যাবস্থা নেয়।
Leave a Reply