মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম: বরিশাল নগরীর গির্জামহল্লা এলাকার লাকী গার্মেন্টস এবং লাকী জুয়েলার্স এর মালিকের ছেলেকে ফেন্সিডিলসহ আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গির্জামহল্লা লাকী গার্মেন্টস এর ভিতর থেকেই ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১৭টি খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। আটককৃত হলো- লাকী গার্মেন্ট এর মালিক লাল মিয়ার ছেলে খালিদ হাসান হিরু(৩৩)।
সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে লাকী গার্মেন্টস এর মালিক লাল মিয়ার পুত্র খালিদ হাসান হিরু পোষাক ব্যবসার আড়ালে অভিনব কায়দায় ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলো। অনেক সময় ফেন্সিডিল ক্রেতারা দোকানের মধ্যে বসেই ফেন্সিডিল পান করে চলে যেত। আবার অনেকে নিয়েও যেত। দোকানের অনেক স্টাফ এ ব্যবসার বিরুদ্ধে কথা বলতে চাইলেও চাকুরি হারানোর ভয়ে কেউ কোন প্রকার প্রতিবাদ করেননি। বেশ কিছু দিন পূর্বে দোকানের এক স্টাফ হিরুর ফেন্সিডিল ব্যবসার প্রতিবাদ করার কারনে চাকুরি হারান বলেও জানায় সূত্রটি।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারি ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাকী গার্মেন্টস এর ভিতর থেকে ১০ বোতল ফেন্সিডিল ও ১৭ বোতল খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার কর হয়। পাশাপাশি লাকী গার্মেন্টস এর মালিক লাল মিয়ার পুত্র খালিদ হাসান হিরুকেও আটক করা হয়। তিনি আরও জানান, হিরু দীর্ঘ দিন ধরে পোষাক ব্যবসার আড়ালে ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন।
Leave a Reply