মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে ব্যাটারীচালিত অটো চাপায় রাকান (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকালে নগরীর শেরে বাংলা সড়কে এই ঘটনা। রাকান ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং নৌ বাহিনীর পেটি অফিসার রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম জানান, বেপরোয়া গতির একটি ব্যাটারী চালিত অটো রিক্সা শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। এই ঘটনায় অটোর চালককে আটক করা না গেলেও অটোটি জব্দ করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর বিকালে ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেন। তারা নিরাপদ সড়কের দাবী জানান এবং অবৈধ অটো বন্ধের দাবী জানান।
Leave a Reply