শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল:
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জুকে কুপিয়েছে সন্ত্রাসীরা।শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যারাতে অক্সফোর্ড মিশন রোড এলাকায় নিজ বাসভবনের সম্মুখে এই ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে বরিশাল কোতয়ালি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মঞ্জুর বরাত দিয়ে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু জানিয়েছেন-অভি নামে এক যুবকসহ ৭ থেকে ৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী মঞ্জুর ওপর সশস্ত্র হামলা করে।একপর্যায়ে বাসার সামনে তাকে চাপাতি দিয়ে এলোপাতারি কোপায়।ওই সময় মঞ্জুর ডাক-চিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসছে অস্ত্রধারীরা পালিয়ে যায়।কিন্তু কি কারণে কুপিয়েছে সেই বিষয়ে কোন তথ্য দিতে পারেননি জেলার এই নেতা।তবে গুঞ্জন রয়েছে-হামলাকারী এই অভি এক সময়ের ছাত্রদল নেতা মশিউর রহমান মঞ্জুর সহযোগী ছিলেন।
সাম্প্রতিককালে ঘোষিত বরিশাল জেলা ছাত্রদলের কমিটিতে স্থান পেতে নেতা মঞ্জুর সুপারিশ চেয়েছিলেন।এমনকি তাকে অভি টাকাও দিয়েছেন বলে কথিত রয়েছে।কিন্তু অভি কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে তিনি কোন সুপারিশ রাখেননি।মুলত এই বিষয়টি নিয়ে তাদের ভেতরে দ্বন্ড সৃষ্টি হয়।সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে মঞ্জুকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অনুমেয়।
অবশ্য পুলিশের ধারনাও একই।রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো.আসাদুজ্জমান জানিয়েছেন-ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেননি।ভিক্টিম অপারেশন থিয়েটারে থাকায় তার জবানবন্দিও নেওয়া সম্ভব হয়নি।তবে যদ্দুর শুনেছেন নিজেদের ভেতরে অভ্যন্তরীণ কোন বিষয় নিয়ে এই রক্তারক্তির ঘটনা ঘটেছে।এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি আসাদুজ্জামান।
Leave a Reply