মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জামালপুরে ত্রাণের চাল ও আলু লুট করে নিয়েছেন ত্রাণ না পাওয়া কর্মহীন হতদরিদ্ররা। রোববার (১২ এপ্রিল) দুপুরে পৌরসভার মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ২, ৪ ও ৬ নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬০০ প্যাকেট চাল ও তিন কেজি ওজনের ৬০০ প্যাকেট আলু নিয়ে সিংহজানী খাদ্য গুদাম থেকে একটি ট্রাক বানিয়া বাজার এলাকায় যাচ্ছিল। মুকুন্দবাড়ি এলাকায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার বাসভবনের সামনে গেলে মুকুন্দবাড়ি, পালপাড়া ও বজ্রাপুর এলাকার ‘কর্মহীন মানুষ’ সেটি আটকে ৪০০ প্যাকেট ত্রাণ সামগ্রী হুড়োহুড়ি করে নিয়ে যায়। এসব লোকজন আগে থেকেই ওই সড়কে অবস্থান নিয়েছিল। এ সময় সেখানে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশাকে উপস্থিত থাকতে দেখা গেছে।
ত্রাণ বঞ্চিতরা জানান, বিভিন্ন জায়গায় বার বার ধর্ণা দিয়েও এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগও আনেন তারা। করোনায় জামালপুর জেলা লকডাউন করার পর থেকে কেউ তাদের কোনো সহায়তা করেনি, কেউ কাজও দিচ্ছে না। গত ৩ দিন তারা প্রায় না খেয়ে থেকেছেন।
পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশা জানান, লকডাউনে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণ পৌর কর্তৃপক্ষের মাধ্যমে রোববার আমার ওয়ার্ডে দেওয়ার কথা ছিল। আমিসহ মহিলা কাউন্সিলর এবং টেগ অফিসারকে নিয়ে নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর ২নং ওয়ার্ডের কাউন্সিলর জানান, রাস্তায় ট্রাক আটকিয়ে ত্রাণ লুট করা হচ্ছে। প্রায় ৪শ’র মতো ত্রাণের প্যাকেট লুট হয়ে গেছে।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জানান, ত্রাণ সামগ্রী নিয়ে কোনো জটিলতা হয়েছে কি না, তা খতিয়ে দেখছি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা বলেন, ‘পাবলিকের মাল পাবলিক নিয়ে গেছে, আমি কি করবো?’ জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, এ ঘটনায় পৌরসভার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
Leave a Reply