মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউপির ভীমরুলী ভাসমান বাজারে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। উৎপাদিত ফসল নৌকায় করে নিয়ে যাওয়ার পাশাপাশি চাষিরা সারাদেশে অনলাইনেও বিক্রি করতে পারবেন।
ভাসমান বাজারে পেঁয়ারা, আমড়া, পেঁপে, কলা, কাঠাল, আনারস, লেবু, কাকরোল, মরিচ, বেগুন, শসাসহ বিভিন্ন ধরনের শাক-সবজি ও ফল-মূল বিক্রি হয়ে থাকে।
ঝালকাঠির এ ভাসমান হাট-বাজারে কৃষিপণ্যের পাইকার না থাকায় উৎপাদিত সবজি আর ফল-মূল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তাই ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই জোন চালু করা হয়েছে। ফলে কৃষকরা সারাদেশে তাদের কৃষিপণ্য অনলাইনে বিক্রি করতে পারবেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গত বছর ভাসমান বাজার পরিদর্শন শেষে ফ্রি ওয়াইফাই জোন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফলে ভীমরুলী বাজারে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন।
এক ব্যবসায়ী জানান, ভাসমান বাজারে ওয়াইফাই জোন সম্পর্কে জেনে গেছে মানুষ। বাসায় বসে থেকে মানুষ যদি পণ্য চায়, তা তিনি পেয়ে যাবেন।
ডিসি মো. জোহর আলী বলেন, ভাসমান বাজারের কৃষকদের আমরা সুবিধা দিতে পেরেছি। ফলে তারা তাদের পণ্যগুলো ন্যায্য দামে বিক্রি করতে পারবেন। কৃষকরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করে তাদের কৃষিপণ্যের অনলাইন বাজার ধরতে পারবেন।
Leave a Reply