মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠির নলছিটিতে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করা, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ইটের সলিং ছাড়াই ঢালাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
নলছিটি পৌরসভার ৮নং ওয়ার্ডের গৌরীপাশা গ্রামে নির্মিত ওই রাস্তার ব্যাপারে এমন অভিযোগ করেছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, সাবেক পৌর চেয়ারম্যান জব্বার মল্লিকের বাড়ির সামনের প্রধান সড়ক থেকে মসজিদে যাওয়ার এ রাস্তা নির্মাণে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার করেনি ঠিকাদার।
এমনকি রাস্তার অর্ধেকাংশে মাটির উপরে ইটের সলিং না দিয়েই ঢালাই দেয়ায় রাস্তাটি সহজে নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তারা আরো বলেন, মসজিদে যাওয়ার ছোট এ রাস্তাটুকুতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নিয়ম অনুযায়ী পর্যাপ্ত সামগ্রী ব্যবহার না করায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মিজানুজ্জামান বলেন, শিডিউলে যা আছে তার ব্যতিক্রম করার সুযোগ নেই। তারপরও বিষয়টি জরুরী ভিত্তিতে তদন্ত করে দেখা হবে। কোন অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply