শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামের মো: ফারুক হাওলাদারের মাতা রাজিয়া বেগমের পৈত্রিক জমিতে নতুন ঘর তোলায়, প্রতিপক্ষরা ক্ষিপ্ত হইয়া ফারুক হাওলাদারের পৈত্রিক বসত ঘর লুট ও হামলা চালায় একই এলাকার প্রতিপক্ষ সন্ত্রাসী সোহাগ ও সোহাগ বাহিনীর লোকজন। এ বিষয়ে ফারুক হাওলাদারের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে ৭ জনকে আসামী করে ২৪ আগস্ট ঝালকাঠি জেষ্ঠ্য আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৩১/২০১৮। মামলার আসামীরা হলেন বহরমপুর গ্রামের সোহাগ হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৫) পিং সৈয়দ আলী হাওলাদার, সুমন হাওলাদার (৩০) পিং মৃত. শাহজাহান হাওলাদার, মো: সৈয়দ আলী (৫০), পিং মৃত. আফছার আলী হাওলাদার, মাছুম হাওলাদার (৩৫) পিং আইয়ুব আলী হাওলাদার, আইয়ুব আলী হাওলাদার (৫০) পিং মৃত.আফছার আলী হাওলাদার, এবং ওয়াহেদ জোমাদ্দার (৪৫)কে পিং মৃত.আতার জোমাদ্দার। মামলা সুত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাজিয়ার বেগমের পৈত্তিক সম্পত্তিতে তার ছেলে মো: ফারুক হাওলাদার বাঁশ খুটি ও টিন দিয়ে এক খানা ঘর নির্মান করলে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে গভীর রাতে ঘরখানা গুড়িয়ে দেয় ও বসত ঘর ভাংচুর করে। ৮২,৫০০/-টাকা মুল্যের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় ও আমার ছেলে সুজন, মেয়ে মৌশুমি ভাই মো: ফারুক, ভাতিজা হৃদয় কে বেধরক মারধর করে মারাত্মক রক্তাক্ত ফুলাজখম করে ও শ্লীলতাহানি গঠনা ঘটিয়েছে বলে জানায় মামলার বাদীনী নাজমা বেগম।
Leave a Reply