বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ভোটের প্রচারণায় জীবন্ত ঈগল নিয়ে মিছিল প্রার্থীর সমর্থকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রচার হওয়ার পর তুমুল আলোচনা আর নানা রসালো কথার ফুলঝুড়িতে ভাসল রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনের ভোটাররা। তবে এই সুযোগ হাতছাড়া করেননি বিরোধী প্রার্থী। লিখিত অভিযোগ দিলেন নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে অভিযোগ জানানো হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী-৫ (দুর্গাপুর ও পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান। তার নির্বাচনি প্রতীক ঈগল পাখি। তার এক সমর্থক জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনি প্রচারে অংশ নেন। এ আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীকে) প্রার্থী হয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ। তার প্রধান নির্বাচনি প্রতিনিধি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইনজীবী আব্দুস সামাদ শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগটি করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের এক সমর্থক মো. কবিরুল ইসলাম জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচার চালাচ্ছেন। বিষয়টি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগকারী ও আইনজীবী আব্দুস সামাদ বলেন, জীবন্ত পাখি নিয়ে নির্বাচনি প্রচার করা বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কবিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান বলেন, কোনো কর্মী-সমর্থক এটা করেছেন কিনা তা আমার জানা নেই।
Leave a Reply