রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লা মহানগরে ছাত্রদলের ২৭টি শাখা কমিটি অনুমোদন দেওয়ার পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এসব কমিটিতে বিবাহিতদের পাশাপাশি প্রবাসী এমনকি মৃত ব্যক্তিও স্থান পেয়েছেন। বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন মহানগর ছাত্রদলের নেতারা।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়। ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কমিটি ঘোষণার পরই সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে ১৬ সেপ্টেম্বর ২২ ও ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নয়জন নেতা পদত্যাগও করেন।
জানা গেছে, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব মো. আতিকুল হক কমিটি ঘোষণার একমাস দুইদিন আগে গত ১১ আগস্ট মারা গেছেন। ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক মো. ফাহাদুজ্জামান, ২২ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ওমর ফারুক তারেক, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আতিকুল হক ও সদস্যসচিব মো. মহসিন বিবাহিত। ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব মো. সাফকাতুজ্জামানের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ড আহবায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম ও সদস্য তানিম হোসেন বিদেশে থাকেন। একই কমিটির ১ নম্বর সদস্য ওয়ালিদ হোসেন কমিটি ঘোষণার পর ফেসবুকে এ ব্যাপারে স্ট্যাটাস দেন।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন বলেন, বিভিন্ন রাজনীতির সঙ্গে জড়িত, প্রবাসী, মৃত ব্যক্তিও ওয়ার্ড কমিটিতে পদ পেয়েছেন। নাম ধরে ধরে আমরা বিতর্কিতদের নাম কেন্দ্রে পাঠিয়েছি।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, বিবাহিতরা ছাত্রদলের কমিটিতে থাকতে পারবেন না। থাকলে অবশ্যই বাদ যাবেন। নিষিদ্ধ সংগঠন ছাড়া ছাত্রদলে আসতে পারেন যে কেউ। মৃত ব্যক্তির কমিটিতে থাকার কথা নয়। হয়তো নামের তালিকা নেওয়ার পর তিনি মারা গেছেন। প্রবাসী থাকলে তারাও বাদ যাবেন। বিষয়টি আমরা খতিয়ে দেখা হবে।
Leave a Reply