শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের জন্য রান্না করা খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান ‘টিকা’। ফলে ওইসব রোহিঙ্গারা চরম খাদ্য সংকটে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।ফের খাবার সরবরাহের দাবি জানিয়ে বাংলাদেশস্থ তুরস্ক অ্যাম্বাসিকে স্মারকলিপি দিয়েছে রোহিঙ্গারা। অপরদিকে চাকরি হারানোর পথে ওই কাজে নিয়োজিত দুই শতাধিক কর্মজীবী।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে উখিয়ার ক্যাম্প-১৬ কচুবনিয়া এলাকায় ১৫ হাজার রোহিঙ্গা ও পাঁচ হাজার স্থানীয় বাসিন্দাসহ মোট ২০ হাজার লোককে নিয়মিত খাবার সরবরাহ করতো ‘টিকা’নামের তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী একটি প্রতিষ্ঠান।
এই খাবার সরবরাহ কাজে নিয়োজিত ছিল ২০০ কর্মচারী। প্রতিষ্ঠানটি অজানা কারণে গেল আট জানুয়ারি থেকে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে। খাবার নিতে এসে ফেরত যাচ্ছে রোহিঙ্গা ও স্থানীয় এতিম, অসহায় মানুষজন। হঠাৎ খাবার বন্ধ হওয়ায় মারাত্মক সংকটে পড়েছে এসব সুবিধাভোগী।
ক্যাম্প-১৬ এর মূল মাঝি মো. সেলিম জানান, তাদের সঙ্গে কোনও পরামর্শ না করেই কক্সবাজার শরণার্থী বিষয়ক কর্মকর্তা খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছেন। এতে করে রোহিঙ্গারা চরম খাদ্য সঙ্কটে পড়েছেন।
মাঝি আবু তাহের জানান, প্রায় একবছর ধরে তুরস্কভিত্তিক সংস্থার পক্ষ থেকে তাদের ‘তৈরি খাবার’সরবরাহ করা হতো। হঠাৎ খাবার না পেয়ে স্থানীয় প্রশাসন ও রোহিঙ্গাদের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে।
এ প্রসঙ্গে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানান, প্রচুর শুকনো খাবার রোহিঙ্গাদের ঘরে ঘরে দেয়া হচ্ছে। এই মুহূর্তে রান্না করা খাবারের আর দরকার নেই। তাই সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
Leave a Reply