রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
গৌরনদী প্রতিনিধি ॥ “সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন” এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল দশটায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়াররম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, হেলেন জেরিন, সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব। শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শন করা হয়।
Leave a Reply