বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকা থেকে মরা গরু জবাই করে বিক্রির জন্য মজুদ রাখার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। অন্যান্যরা দোষী না হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, সোমবার বিকেলে মরা গরু জবাই করে বিক্রির জন্য মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে কটকস্থল এলাকা থেকে মজুদ রাখা মাংসসহ গরুর মালিক আলী আহমেদ সরদার ও মজুদকারী মাংস বিক্রেতা খোকন সরদারসহ মোট পাঁচজনকে আটক করা হয়। এরমধ্যে মূল দুই অভিযুক্তকে সোমবার রাতেই ভ্রাম্যমান আদালতের হাতে তুলে দিয়ে বাকীদের ছেড়ে দেওয়া হয়।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ফারিহা তানজিন জানান, কসাইখানার লাইসেন্স ও গরু জবাইয়ের জন্য ভেটোনারী সার্জনের ছাড়পত্র না থাকার বিষয়টি আমলে নিয়ে মাংস বিক্রেতাকে ২৫০০ টাকা এবং গরুর মালিক অসুস্থ গরু বিক্রি করায় ২৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মাংসগুলোকে ভেটোনারী সার্জন ডাঃ মাসুম বিল্লাহর মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
Leave a Reply