সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৫ অপরাহ্ন
নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা: গলাচিপা খেয়াঘাটে একটি প্রতারণা চক্র লটারীর নামে বিভিন্ন পণ্য সামগ্রী পুরস্কার দিয়ে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গলাচিপা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম বুধবার রাত ৯ টায় আকস্মিক অভিযান চালিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী জব্দ করে।
স্থানীয় জণগণ সূত্রে জানা যায় ৫০-১০০ টাকার টোকেন দিয়ে ২০-৩০ জন কুপন ক্রয় করে লটারী দিয়ে ৩-৪ জনকে পণ্য সামগ্রী দিয়ে বাকি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। চক্রটি প্রতিদিন উপজেলার বিভিন্ন হাট বাজারে বিশেষ করে গলাচিপা পৌরসভার আড়ৎপট্টি এলাকায় এই অবৈধ ব্যবসা চালিয়ে মানুষকে আর্থিকভাবে প্রতারিত করছে বলে অভিযোগ রয়েছে। এই চক্রটির পিছনে কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে। এছাড়া প্রতারণা চক্রটি দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এই প্রতারক চক্রটি অবৈধ ব্যবসা গলাচিপা পৌরসভায় কিভাবে চালিয়ে যাচ্ছে তাই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে সিলভার কলস, জগ, বাটি, সয়াবিন তৈল, কোল্ড ড্রিংকস সহ বিভিন্ন পণ্য সমাগ্রী উপজেলা নির্বাহী করে জব্দ করেন এবং তিনি প্রকাশ্যে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দিবেন বলে জানা যায়। অভিযানের সময় অপরাধীরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
Leave a Reply