শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন
গলচিপা প্রতিনিধি:গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া খালের ব্রিজটি একটি ইট বোঝাই ট্রলি নিয়ে বিধ্বস্ত হয়েছে। রোববার দুপুরে একটি ট্রলি ব্রিজটি অতিক্রম করার সময় এ অবস্থার সৃষ্টি হয়।
গজালিয়া ইউপি মেম্বার মো. নিজাম উদ্দিন জানান, ট্রলিটি ব্রিজ অতিক্রম করার সময় বিকট শব্দ শুনে তারা দৌড়ে ঘটনাস্থলে যান। এসময় তারা দেখেন ব্রিজের মাঝামাঝি স্থানে একটি ইট বোঝাই ট্রলি ড্রাইভার হাবিবসহ (৩৫) পথচারী আল আমিন (২৮) খালে নিমজ্জিত হয়েছে। স্থানীয় লোকজন ট্রলির ড্রাইভার হাবিব ও আল আমিনকে উদ্ধার করা হয়েছে। কলাগাছিয়া থেকে ট্রলিটি একটি রাস্তা নির্মানের ইট নিয়ে ইচাদি যাচ্ছিল।
সূত্র জানায়, জেলা পরিষদের অর্থায়নে ২০০০ সালে গজালিয়া খালে আয়রন স্টাকচারের ঢালাই ব্রিজ নির্মান করা হয়। গলাচিপা উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার জানান, এসব ব্রিজ হালকা যানবাহন চলাচলের উপযোগী। ভারী যানবাহন চলাচল করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী জেলা পরিষদের সদস্য গাজী মো. ইউসুফ জানান, প্রতিদিন এ ব্রিজ দিয়ে শত শত হালকা যানবাহন মালামাল নিয়ে যাতায়াত করে। ব্রিজ বিধ্বস্ত হওয়ায় মানুষের চলাচল ও মালামাল পরিবহনে মারাত্মক সমস্যা পোহাতে হবে।
Leave a Reply