শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥
বালাদেশের অনেক জায়গায় পুলিশকে নিয়ে নানা অভিযোগ থাকলেও ঝালকাঠিতে উল্টোচিত্র। এখানে এক পুলিশ কর্মকর্তা গণমানুষের আশ্রয়স্থলে পরিনত হয়েছেন। তিনি এখন যেন যে কোন সমস্যায় ঝালকাঠিবাসীর শেষ ভরসা। ব্যতিক্রমী এ পুলিশ অফিসার হলো ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম. মাহমুদ হাসান (পিপিএম-সেবা)। তবে তার এ সফলতার পিছনে সার্বিক সহয়তা ও নির্দেশনায় রয়েছেন, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব, শফিকুল ইসলাম (পিপিএম-বিপিএম) ও ঝালকাঠি পুলিশ সুপার জনাব, মো: জোবায়েদুর রহমান বলে জানা গেছে। ছোট বড় যে কোন সমস্যায় পড়ে ঝালকাঠির সাধারণ মানুষ এখন ছুটে আসেন সার্কেল অফিসে। সকাল- সন্ধ্যা এমনকী গভীর রাতেও গণমানুষের সমস্যা সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন। একটুও তার ক্লান্তি নেই। সততায় আর নিষ্ঠায় সবার আস্থাভাজন হয়ে গেছেন তিনি। প্রতিদিন শত শত সেবাপ্রার্থী যেকোন বিপদে-আপদে সরাসরি ছুটে আসেন এ কর্মকর্তার দপ্তরে। শতভাগ নিরপেক্ষভাবে সকল সমস্যার শান্তিপুর্ণ সমাধানও পাচ্ছেন সাধারণ মানুষ। যার কারণে জেলা পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বেড়ছে। (সম্প্রতি সদর সার্কেল অফিসে শত শত সেবা প্রার্থীর ভিড় দেখো যায়। এময় ছবিটি ক্যামেরাবন্ধী করা হয়।)
Leave a Reply