শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো. মাগফুর রহমান শেখ নির্বাচিত হয়েছেন। ২০১৯-২১ সালের নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গত শনিবার ঢাকা বার অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ১১২০ জন আইনজীবী ভোটারের মধ্যে ৬৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ছয় জন সহ-সভাপতি, দুই জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, একজন সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫৪ জনের নির্বাহী কমিটি গঠিত হয়।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহজাদা।
Leave a Reply