সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
কাঁঠালিয়া প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের এক মুক্তিযোদ্ধা ও তাঁর বিদেশ ফেরত সন্তানকে গুম-খুনের হুমকির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় স্কুল শিক্ষক শাহারুম হাওলাদার ও তাঁর ছেলে সেনা সদস্য মিজানুর রহমানের এ হুমকি দিচ্ছেন। এর পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে মুক্তিযোদ্ধা আবদুল হক জমাদ্দারের পরিবার। এ ঘটনায় তাঁর ছেলে আক্তার হোসেন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে সুবিচার চেয়ে চিঠি পাঠিয়েছেন।
অভিযোগে জানা যায়, গত বছরের ১৫ আগস্ট সন্ধ্যায় কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বাড়ি ফিরছিলেন মুক্তিযোদ্ধা আবদুল হক জমাদ্দারের ছেলে আক্তার হোসেন। দক্ষিণ চেঁচরী জমাদ্দার হাট এলাকায় আসলে তাকে দেখে স্থানীয় শাহরুম হাওলাদার, তাঁর ছেলে সেনা বাহিনীর সৈনিক মিজানুর রহমান, তাদের সহযোগী সুমন ঘরামী ও সেলিম ঘরামী ১৫ আগস্ট সম্পর্কে কটূক্তিমূলক কথা বলেন। এর প্রতিবাদ করলে আক্তার হোসেনের পকেটে শোক দিবসের কালো ব্যাজ টেনে ছিড়ে ফেলে দেয় তারা।
এসময় তারা আক্তারকে গুম ও খুনের হুমকি দেয়। সৈনিক মিজানুর রহমান তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি সেনাবাহিনীতে চাকরি করি, তোকে মেরে ফেললে আমার কিছুই হবে না’। এ ঘটনায় আক্তার হোসেন বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে আরো ক্ষিপ্ত হয় সৈনিক মিজানুর রহমান ও তাঁর বাবা উত্তর বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহরুম হাওলাদার।
গত ২১ জানুয়ারি রাতে দক্ষিণ চেঁচরী জমাদ্দার হাট এলাকায় আক্তার হোসেন ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবদুল হক জমাদ্দারকে পেয়ে তারা পুনরায় গুম-খুনের হুমকি দেয়। অভিযোগ প্রত্যাহার না করলে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও হুমকি দেয় তারা। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবার। তিনি শাহরুম হাওলাদার, তাঁর ছেলে ও সহযোগিদের বিচারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জেলা প্রশাসক ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে চিঠি দিয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত স্কুল শিক্ষক শাহারুম হাওলাদারের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া গেছে।
Leave a Reply