রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
সুমন তালুকদার,স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের প্রতিটি বাড়ির আঙিনায় কিংবা বাগানে গাছে গাছে ঝুলছে রসালো ফল আম। এই আম পাকতে এখনো ১৫ থেকে ২০ দিন সময় লাগবে।
কিন্তু বাজারের প্রতিটি ফলের দোকানেই দেখা যাচ্ছে পাকা আম। অর্থলোভী কিছু অসাধু চাষী ও অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় কাঁচা আম মেডিসিন দিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই আম মানুষের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সজল হাওলাদার নামের একজন ক্রেতা জানান বাজারে পাকা আম দেখে কিনে নিয়ে আসলাম কিন্তু আম খেয়ে দেখি আমের কোন ঘ্রাণ বা সাধ কোনটাই নাই। ক্রেতা সাধারণের দাবি অসৎ উপায়ে পাকানো এই আম বাজারজাত করা বন্ধ করা হোক। এ ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
অতি নিম্নমানের এই আম অনেক উচ্চদামে বাজারে বিক্রি হচ্ছে। এ ব্যাপারে ইসলামিক মিশন হাসপাতাল গৌরনদী এর প্রধান ডাক্তার মান্নান জানান বাজারে আসা এই সমস্ত আম খেলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এই আম খেলে কিডনি সমস্যা হতেপারে বয়স্ক ও ডায়বেটিস রোগীদের জন্য এসব আম অত্যন্ত বেশি ক্ষতিকর।
এ ব্যাপারে কতিপয় ব্যবসায়ীর কাছে জানতে চাইলে তারা বলেন আমরাও জানি এটা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আমরা নিজেরাও এই আম খাই না তবে বাজারে চাহিদা থাকার কারণে কিছু অসাধু চাষী আগাম আম পেড়ে মেডিসিন দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করছে। বাজারে এর ব্যাপক চাহিদা থাকার কারণে আমরাও বিক্রি করছি।তবে প্রশাসন যদি বন্ধ করে দেয় ভালো সবাই বিক্রি না করলে আমারও বিক্রি করবো না।
Leave a Reply