রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার মনষাতলী গ্রামের এক দরিদ্র পরিবারের নিজস্ব জমিতে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উত্তর মনসাতলী গ্রামের ভূমিহীন কৃষক মোঃ আঃ হাইসহ কয়েকটি পরিবার। এর পক্ষে বুধবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল বশার।
তিনি জানান, তার বাবার বন্দোবস্ত পাওয়া এক একর ৪৪ শতক জমিতে তার বোন আকলিমা বেগম ঘর তোলার কার্যক্রম করছিলেন। এসময় মহিপুর ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাক প্রথমে মোবাইল ফোনে ঘর তুলতে নিষেধ করেন। পরের দিন ২৪ জানুয়ারি, বিষয়টি জানতে চাইলে ওই পিয়ন ৪০ হাজার টাকা দাবি করেন। যা না দেয়ায় ২৫ জানুয়ারি কলাপাড়ার সহকারী কমিশনার ভূমিকে ভুল বোঝানো হয়েছে। এবং নির্মানাধীন ঘরের মালামাল ভাংচুর ও তছনছ করা হয়েছে। ভূমি অফিসের ওই পিয়ন কোন টাকা পয়সা চায়নি বলে তিনি দাবি করেন।
সহকারী কমিশনার ( ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, ওটা সম্পুর্ণ খাস জমি। যেখানে বেকু মেশিনে মাটি কেটে প্লট করে ঘর তোলার চেষ্টা করছিল। স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তারা গিয়ে মৌখিকভাবে নিষেধ করলে আবুল বশার গালাগাল করে।
এমনকি স্থানীয় এক ব্যক্তি এবিষয়ে সরকারি কাজে সহায়তা করলে তাকে মারধর করা হয়েছে। টাকাপয়সা চাওয়ার মিথ্যা অজুহাত তুলে গোটা বিষয়টি অন্যখাতে প্রচারের ধান্ধা করা হচ্ছে। মূলত সরকারের বিপুল পরিমান খাস জমি দখল করাই ছিল ওই চক্রের মূখ্য উদ্দেশ্য। যা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply