বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
তানজিল জামান জয়, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘর তোলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মো. শহিদ মৃধা (৩৫) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব টিয়াখালীর রাজীব তালুকদার বাড়ীর উত্তর পাশে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, টিয়াখালীর বাসিন্দা মৃত্যু মো. মুনসুর আলী তালুকদারের পুত্র মো. আওরঙ্গজেবের রেকর্ডীয় সম্পত্তির কলাপাড়া উপজেলাধীন ১০নং জে এল টিয়াখালী মৌজার এস এ ২৮৮ নং খতিয়ানের ৮৩২, ৮৩৬ ও ৮৩৯ সহ অপরাপর দাতের ৩৯ শতাংশ জমি যার বি বসে খতিয়ান নং ২৫ দাগ নং ৩২২৩ জমিতে সুজন মোল্লার নেতুত্বে জাকির সিকদার, জামাল সিকদার, হারুন হাওলাদার, জামাল মোল্লা, কামাল মোল্লা, আলম সরদার, আবু, সানি ও দুলাল মোল্লাসহ ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী বাহিনী অবৈধভাবে ঘড় তুলতে যায়।
এসময় ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মোহাম্মাদ মৃধার পুত্র আহত মো. শহিদ মৃধা আওরঙ্গজেবের পক্ষ হয়ে ওই বাহিনীকে ঘড় তুলতে বাধা দেয়। ফলে সন্ত্রাসীবাহিনী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে শহিদ মৃধাকে এলোপাতারি কুপিয়ে গুরুত্বর জখম করে।
পরে স্থানীয়রা তাকে গুরুত্বর জখম অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রবিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ বিষয়ে অভিযুক্ত সুজন মোল্লার সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি উপজেলা আওয়ামীলীগ অফিসে ছিলাম।
এবিষয়ে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশ্রাফুল ইসলাম জানান, আহতের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply