রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ চতুর্থধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবি জানিয়ে কলাপাড়া সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা।
বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর। মতবিনিময় সভায় তিনি দাবি করেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু তার সমর্থকদের হুমকী দেয়া হচ্ছে। এমনকি তিনি বলেন, তার কর্মীদের হাতুরি পেঠা করার ও হুমকী দিয়ে যাচ্ছেন।
আগামী ৭ ডিসেম্বর প্রতিক বরাদ্ধ করা হবে। ওই দিনই প্রচারাভিযান চালানোর কথা। কিন্তু নৌকা প্রতিকের প্রার্থী এর আগেই কলাপাড়া পৌর শহরে তার সমর্থকরা নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানিয়ে মিছিল করছে। যা আচনরন বিধি লঙ্গন। মাহামুদুল হাসান সুজন মোল্লা আগামী ২৬ ডিসেম্বর চতুর্থধাপের কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন আবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনসহ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এসময় ইউনিয়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ শ্রমিক লীগের বিভিন্ন স্থরের নেতা-কর্মীসহ শতাধিক সমর্থক মতনিময় সভায় উপস্থিত ছিলেন।
Leave a Reply