শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পরিবর্তন প্রকল্পের উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন। এ কর্মশালার সভাপতিত্ব করেন সহকারী পরিচালক উপজেলা সিপিপি মো.আসাদ উজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো হুমায়ুন কবির, উপজেলা বন কর্মকর্তা মনিরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, ইউডিএফ এলজিডি ইঞ্জিনিয়ার মো.মাইনুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর পরিবর্তন প্রোগ্রাম ম্যানেজার সিলভেস্টার মিখায়েল মধু প্রমুখ।
বক্তারা দুর্যোগ পূর্বকালে এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় বিষয় এবং দুর্যেগ বিষয়ক আদেশাবলি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র প্রোপ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস।
Leave a Reply