বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর বারোটার সময় বরিশাল সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপির ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন, সুরক্ষা সামগ্রী ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণ করেন জাহিদ ফারুক শামীম এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল মাঈনুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা, ডাক্তার ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ১ হাজার আইভি স্যালাইন, করোনায় কর্মহীন শতাধিক পরিবার কে চাল, ডাল, লবণ, তৈল, আলু ও পেঁয়াজ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
এছাড়াও ১ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০ হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়৷
পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় কঠোর ভূমিকা পালন করছেন। পাশাপাশি করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কে মানবিক ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করছেন। কিন্তু করোনা প্রতিরোধে নিজের স্বাস্থ্য নিজেকেই সুরক্ষিত রাখতে হবে। তাই সকাল কে স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
Leave a Reply