বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ইউনিটে মারা যায়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। শনিবার সকাল ১০টার দিকে স্বজনরা তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করেন।
ভর্তি সময় তার অবস্থা খারাপ ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।তিনি আরো বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
Leave a Reply