বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনাভাইরাস ঝুঁকি এড়াতে আগামী সোমবার (১ জুন) থেকে চালু হচ্ছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত আসন ফাঁকা রেখে এবং দাঁড়িয়ে কোনো যাত্রী না নিয়ে বাস চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।
এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আন্তঃ জেলা চলাচলে বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে।
এতে এক যাত্রীকে দুটো টিকিট কিনতে হবে, এতে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। শনিবার (৩০ মে ) দুপুরে বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকরা দাবি করেন দাঁড়িয়ে যাত্রী না নেয়া ও ২৫-৩০ শতাংশ আসন ফাঁকা রাখা হলে তারা ক্ষতির মুখে পড়বেন। এ ক্ষেত্রে বাস ভাড়া দ্বিগুণ বাড়ানো হলে ওই ক্ষতি সামাল দেওয়া সম্ভব।
পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি মেনে নিয়েই ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিআরটিএ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে বিআরটিএ’র এই ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অনুমোদনের পর ১ জুন (সোমবার) থেকেই বাসের বর্ধিত ভাড়া কার্যকর হবে।
Leave a Reply