রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটাঃ মা ইলিশ রক্ষায় দীর্ঘ ২২ দিন ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ রাত ১২ টায় উঠে যাচ্ছে এই অবরোধ । প্রতি বছরের ন্যায় এ বছর ও মা ইলিশ রক্ষায় ০৭ অক্টবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারের মৎস অধিদপ্তর।
তাই জেলেরা এই অবরোধের কারনে এতদিন সমুদ্রে সকল প্রকার মাছ ধরা থেকে বিরত ছিল। আজ জেলেদের অপেক্ষার পালা শেষ, ২৯ শে অক্টোবর থেকেই আবার জেলেরা ইলিশ শিকারে পাড়ি জমাবে সমুদ্রের বুকে। তাই দীর্ঘ বিশ্রামের পর জেলেদের কর্ম ব্যস্ততায় কোলাহল পূর্ণ হয়ে উঠছে জেলে পল্লী গুলো। ইতিমধ্যেই মাছ শিকারের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন অনেকেই। যারা এখনো সকল প্রস্তুতি সম্পন্ন করতে পারে নাই তারাও ব্যাস্ত পরিপূর্ণ প্রস্তুতি নিতে। তবে এ বছর জেলেদের মাজে লুকিয়ে মাছ ধরার প্রবণতা না থাকায় স্বস্থি প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন মা ইলিশ রক্ষায় কাজ করা সেচ্ছাসেবী সংগঠন গুলো। কুয়াকাটা আশার আলো জেলে মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ বলেন, আমরা জেলেদের মাজে সচেতনতা তৈরী করতে সক্ষম হয়েছি, ফলে অবরোধের মধ্যেও জেলেদের মাজে যে মাছ ধরার প্রবণতা আগের বছর গুলোতে ছিলো তা এবছর নাই বললেই চলে।স্থানীয় প্রশাসনের নজরদারি, জেলে সহ সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির ফলেই এই সফলতা বলে মনে করছে প্রশাসন।
Leave a Reply