বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শাহাবুদ্দিন সিকদার॥ চরফ্যাসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ। এ ঘটনায় বরের বাবাকে ৩০ হাজার, বরকে ২০ হাজার, কনের বাবাকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পৌর নিকাহ্ রেজিস্টার এর সহকারি কাজী মাওঃ নুরুল ইসলাম নামের একজনকে বিভিন্ন সময় বাল্যবিয়ের কাবিন রেজিস্টার করার দায়ে তাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় চরফ্যাসন পৌরসভার ৭নং ওয়ার্ডে থানা রোডের নুরু সিকদার মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, পৌরসভা ৭ নং ওয়ার্ডের মোঃ জাকির এর ১৭ বছর বয়সী কন্যার সাথে আছলামপুর ইউনিয়নের জেবল হক বেপারীর ছেলে শামীম (২৩) এর বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছিল নুরু সিকদার মসজিদে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন থানা পুলিশদের সাথে নিয়ে বাল্য বিয়ে পন্ড করে দেয়। ঘটনাস্থল থেকে ছেলের বাবা, মেয়ের বাবা ও ছেলেকে আটক করে উপজেলায় নিয়ে আসে। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে দন্ডিতের রায় দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, পৌর কাজী নুরুল ইসলাম বাল্য বিয়ের আইনের ফাক ফোকরে প্রশাসনকে ফাকি দিয়ে তার এক জামাতা ৫নং ওয়ার্ড বাসিন্দা জুনাইদ এবং ৭নং ওয়ার্ড বাসিন্দা ও উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসা শিক্ষক মাওঃ নুরুল ইসলামকে কাজী রেজিস্টার বলিয়াম হাতে তুলে দেয়।
বিভিন্ন সময় গোপনে তারা দুজন বাল্য বিয়ের রেজিস্টার করেন। ঘটনার দিনও তাই করছিল ।তাই তাকে বাল্য বিয়ে নিরোধ আইনে ৬ মাসের কারাদন্ড ও রেজিস্টার জব্দ করে আটক করা হয়।
Leave a Reply