মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বর্নাঢ্য র্যালী এবং প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বরিশাল প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার সকাল ৯টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়াম থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়।র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ফের জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে সেখানে খেলোয়াড়দের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন।এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ও এসএম রবিন শীষ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, কোচ, ম্যানেজার, প্রশিক্ষক ও ক্রীড়াবিদগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply