শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রে ঝালকাঠিতে ৪৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ঝালকাঠিতে ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সারাদেশের সাথে ঝালকাঠিতে শৃঙ্খলা আর কঠোর নজরদারীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা। যথারীতি সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।
প্রশ্নফাঁসের কোনো গুজব বা অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ধরণের গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।
এ বছর ঝালকাঠি জেলায় মোট ৩৩টি কেন্দ্রে এসএসসি, কারিগারি ও ভোকেশনালের মোট ১৬ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। ম্যাজিষ্ট্রেট ছাড়াও স্পেশাল ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে রয়েছে।
Leave a Reply