সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: খুলনার দিঘলিয়ায় আওয়ামী লীগ কর্মী টিপু শেখকে (৫০) কুপিয়ে হত্যা করে পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাজিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত টিপু শেখ পদ্মবিলা এলাকার সোন উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা আব্দুস সালাম বলেন, আজ সন্ধ্যা ৬টার দিকে গাজীর হাট বাজার থেকে পদ্মবিলায় বাড়ি ফিরছিলেন টিপু শেখ। বাজার থেকে একটু দূরে গেলেই ২০/২৫ জনের একটি দল টিপু শেখের ওপর হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি কোপে টিপু শেখ মাটিতে পড়ে গেলে তার দুই পা কেটে ফেলা হয়। মৃত্যু নিশ্চিত জেনে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।দিঘলিয়া থানা পুলিশের ওসি মানষ রঞ্জন দাস বলেন, আমি এমন খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a Reply