বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা এই কর্মসূচিতে ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন।
জানা গেছে, পটুয়াখালী জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর ও পটুয়াখালী র্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার পাশাপাশি শেখ রাসেল শিশু পার্কের সামনের শেখ রাসেলের ম্যুরালটিও ভেঙে ফেলা হয়। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা স্লোগান দেয়, “জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে”, “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আওয়ামী লীগের কবর দে” ইত্যাদি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সজিবুল ইসলাম সালমান বলেন, “আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পটুয়াখালীতে মুজিব ম্যুরালের কবর রচনা করেছি। এখন পর্যন্ত চারটি ম্যুরাল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশব্যাপী যে ফ্যাসিবাদী চিহ্ন রেখে গেছে, আমরা তা নিশ্চিহ্ন করতে বদ্ধপরিকর। বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, যতক্ষণ না পর্যন্ত বৈষম্য দূর হয়।”
এ বিষয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a Reply