শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির এক চালের ডিলারের কাছে চাঁদাদাবির অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী চালের ডিলার গোপাল বণিক শুক্রবার সকালে ঝালকাঠি জেলা বিএনপির আহব্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে তিনি দাবি করেন, ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় তাকে চালের ডিলার নিয়োগ করা হয়। আওয়ামী লীগ সরকার পরিবর্তন হওয়ার পরে স্থানীয় যুবদলের নেতা পরিচয় দিয়ে রকি, সোহেল মেকার, এনায়েত ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ খান তাদের বাড়িতে যায়। এসময় তাঁরা চালের ডিলারশীপ তাদের নামে লিখে দিতে চাপ দেয়। লিখে না দিলে বিপদে পড়তে হবে বলেও তাঁরা হুমকি দিয়ে আসে। পরে তাঁরা গত ৯ সেপ্টেম্বর ভৈরবপাশা বাজারে তাঁর বড়ভাই বিমল বণিকের দোকানে গিয়ে স্থানীয় বিএনপি নেতা কামরুল বাসার আক্কাস, বশির ও কবির হোসেন চালের ব্যবসার অর্ধেক টাকা প্রতিবার বিতরণকালে তাদের দিতে হবে বলে জানান। অন্যথায় ডিলারশীপ বাতিল করে দেওয়ার হুমকি দেন। এ অবস্থায় তিনি নিরুপায় হয়ে পড়েছেন। তাই জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে তিনি লিখিত অভিযোগ প্রদান করেন।
এ ব্যাপারে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, এ ধরণের কোন ঘটনাই ঘটেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আমি স্পস্ট করে বলে দিয়েছি, যে যার ব্যবসা সেইভাবে করবে। এখন কোন সমস্যা নেই। গোপাল বণিক তাঁর ডিলারশীপ নিজেই পরিচালনা করবেন, কেউ বাঁধা দিবে না।
Leave a Reply