শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় এক জেলেকে প্রায় দেড় হাজার মিটার অবৈধ জাল সহ আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যা নদীতে আমরাজুরী গ্রামের জেলে ইব্রাহিম আকন (৩৩) অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত জেলে ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, বিশেষ কম্বিং অপারেশনের অভিযান অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল দিয়ে যেসব জেলেরা মাছ শিকার করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
Leave a Reply